Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইজান শুয়ে থাকায় হঠাৎ করেই বোল্ড হিনা খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৮:৫১ পিএম

বিগ বস-১৪ এর ঘরে এবার হাজির হয়েছেন হিনা খান। বসের এই ঘরে আপাতত চৌদ্দ দিন সময়ের জন্য অতিথি হিসেবে থাকছেন তিনি। জানা গেছে, বলিউডের ভাইজানের শুয়ে থাকাকালীন এই দুই সপ্তাহের জন্য হিনা খানকে পারিশ্রমিক দেয়া হচ্ছে ৭২ লাখ রূপি।

সূত্রের খবর বলছে, বসের ঘরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের অতিথির তালিকায় হিনা খানই একমাত্র ব্যক্তি। যেখানে তার সাথে প্রতিদ্বন্দ্বী করার সামনে-পেছনে কেউ নেই। অর্থাৎ তার থেকে কেউ সামান্য কম-বেশি পারিশ্রমিক পাচ্ছেন না। তিনিই বেশি পারিশ্রমিক পাওয়া তারকা।

এদিকে দেশটির একটি সংবাদ মাধ্যমের সূত্রের খবর বলছে, অতিথিদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক নিচ্ছেন সিদ্ধার্থ শুক্লা। তিনি ১২ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলেও খবর চাওর হচ্ছে তারকা মহলে।

পারিশ্রমিকের বিষয়ে কোনো তারকাদের পক্ষ থেকে এখন পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বর্তমানে বলিউডে কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন হিনা খান। জনপ্রিয় এ অভিনেত্রী বিক্রম ভাটের ‘হ্যাকড’ ছবির মাধ্যমে ইতোমধ্যে পা রেখেছেন বলিউডে। এরপরই তৈরি হওয়া নতুন ভক্ত-অনুরাগীদের জল্পনা-কল্পনা শুরু হয় পরবর্তী সিনেমা নিয়ে। কিন্তু এ অভিনেত্রী ক্যারিয়ার ছেড়ে যে সংসার গড়তে এখনই প্রস্তুত নয় তা স্পষ্ট করেছেন অনেকবার। আর একারণে বন্ধু রকি জয়সওয়ালের সাথে সম্পর্ক থাকার পরও এখনই সাতপাকে বাঁধা পড়ছেন না তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ