Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ের কারিগরপাড়া মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে আটক-১

কাপ্তাই (রাঙামাটি) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৮:৪৬ পিএম

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজারের দক্ষিণে মার্কেটের শেডে রাতের আধারে জোর পূর্বক মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. আবু তালেব সাদ্দাম (২৭) নামের এক বিবাহিত যুবককে আটক করেছে চন্দঘোনা থানা পুলিশ। শনিবার (১০ই অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় রাইখালীর ডংনালা থেকে বিশেষ অভিযানে আটক হয় সে।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারিগর পাড়া বাজারে দক্ষিনে মার্কেট শেড সংলগ্ন কাঞ্চন চৌধুরীর পরিত্যক্ত বসতঘরের সামনে গত ৯ই অক্টোবর ভোর রাতে জোর পূর্বক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ করে স্থানীয় আব্দুস সালামের ছেলে আবু তালেব। এ ঘটনা এলাকায় জানাজানি হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ডংনালা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণ মামলা করা হয়। রবিবার সকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ