Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্নের মুখে অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৬:৫৮ পিএম

গতকালই বেশ আয়োজন করে প্রকাশ করা হয় ‘লক্ষ্মী বম্ব’র ট্রেলার। আর এটি প্রকাশ করেছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তার নতুন এই ছবির জন্য প্রায় গোটা বলিউড শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে। এদিকে ট্রেলারটি প্রকাশ্যে আসার পর ছবিটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। তবে নেটিজেনরা কেন এই বয়কটের ডাক দিলেন? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগের বিষয়ে মুখ খুলেছিলেন অক্ষয়। সে সময় একাংশের মাদক সেবনের কথা স্বীকার করেছিলেন অক্ষয়। এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, মাদকের বিরুদ্ধে তদন্তে ইন্ডাস্ট্রির সবাইকে সহযোগিতা করবে। কিন্তু মাত্র কিছু লোকের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে দোষারোপ করা উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। অক্ষয়ের এ ভিডিও বার্তায় বেশ চটেছে নেটিদুনিয়ার একাংশ। কেউ কেউ তাকে ‘সো কলড স্টার’ লিখে কটাক্ষ করেছেন। আবার কেউ কেউ তার এ বার্তাকে লোক দেখানোও বলছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ