বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার ভোরে ট্রাকে ৩শ’ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চালক নোয়াখালীর সেনবাগের উত্তর শাহপুরের ছালেহ আহাম্মদের ছেলে মো. রফিক(২৬) ও হেল্পার ফেনীর সোনাগাজীর ফতেহপুর গ্রামের ফজলুলল হকের ছেলে সাইফুল ইসলাম(২২)।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী ট্রাকটি (ফেনী-ট-১১-০৪৭৫) আটক করি। পরে সেটি তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক রফিক ও হেল্পার সাইফুলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।