Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে বৈষম্য : বেতন বাড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাঝে বিশাল বৈষম্য চলছে জানিয়ে বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি তুলে ধরে সংগঠনটি। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, করোনাকালে দেশের ৫৩ শতাংশ পরিবার কম খাবার খেয়ে থেকেছে। গত এপ্রিল-জুলাইয়ে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ২২ দশমিক ৩৯ শতাংশে। এ মহামারিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের বেতন কমেনি, বরং নানা সুযোগ-সুবিধা বেড়েছে। অন্যদিকে সাধারণ মানুষের বড় অংশই এখনও করোনার ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি। এ অবস্থার মধ্যেই আরও সুযোগ-সুবিধার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সরকারি কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে পরিষদের যুগ্ম আহŸায়ক ও প্রধান সমন্বয়ক মো. শাহীনুর রহমান বলেন, বৈষম্যের যাতাকলে পিষ্ট ১১-২০ গ্রেডের কর্মচারীরা। এ বৈষ্যমের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এ যাত্রা। এ যাত্রা সফল করার জন্য কর্মচারীদের মুক্তির সনদ হিসেবে বেছে নিয়েছি ১১ দফা দাবি।
দাবিগুলো হচ্ছেÑ ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বিনাসুদে ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ দিতে হবে। বøক পদে পদোন্নতির সুযোগ দিয়ে সকল পদের পদোন্নতির ক্ষেত্রে নিয়োগবিধি একমুখী করা, কমন নিয়োগবিধিতে পদ সংখ্যা বৃদ্ধিসহ কমন পদে আন্তঃদফতর বদলি চালু করতে হবে। শতভাগ পেনশন সমর্পণ আগের মতো বহাল, পেনশনযোগ্য চাকরিকাল বর্তমানে প্রচলিত ৫ থেকে ২৫ এর স্থলে ৫ থেকে ২০ বছর এবং পেনশনের হার সর্বশেষ আহরিত বেতনের ৯০ শতাংশের জায়গায় ১০০ শতাংশে উন্নীত করাসহ আনুতোষিক ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
এছাড়া গ্যাস ও বিদ্যুৎ বিল ভাতা, ঝুঁকিপূর্ণ কাজে ঝুঁকি ভাতা এবং ওভারটাইম চালু করতে হবে। চিকিৎসা, শিক্ষা টিফিন ও যাতায়াত ভাতা বাস্তব সম্মতভাবে পুনর্নিধারণ করতে হবে। আউট সোর্সিং নিয়োগ বিলুপ্তসহ কর্মরতদের চাকরি স্থায়ীকরণ এবং উন্নয়ন প্রকল্পে সাকুল্য বেতনভোগীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।

 



 

Show all comments
  • মোশাররফ ১০ অক্টোবর, ২০২০, ১০:০৭ এএম says : 0
    দেশের মানুষের মাথা পিছু আয় 2হাজার ডলারের বেশি। ১ডলার= ? নিম্ন কর্মচারিদের ৬ সদস্য পরিবারের জন্য সাকুল্যে বেতন ১৪০০০,১৫০০০টাকা। ইনকিলাবের এমন রিপোর্ট কতটা যুক্তিযুক্ত।নাকি উদ্দেশ্য মুলক।
    Total Reply(0) Reply
  • মোঃ ফরিদুল ইসলাম ১০ অক্টোবর, ২০২০, ৮:৪৫ পিএম says : 0
    প্রিয় সাংবাদিক ভাই, আপনার রির্পোটে কি আসলে কোন রির্পোট বলা যায়। সংবাদপত্র সমাজের আয়না নানা অসংগতি তুলে ধরা করে সমাজে বিশৃংখলা ফিরিয়ে আনা। আপনি ২০১৫ সালে ডাঃ ফরাস উদ্দীন স্যার কর্তৃক প্রস্তাবিত পে-স্কেলসহ যে সকল সুুপারিশ করেছেন সেটা পড়ুন এবং তারপর রির্পোট করুন তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে। স্বজন প্রিতি, সিন্ডিকেট এবং দূর্নীতি রোধ করা না গেলে, ড্রাইভার মালেকের মত কর্মচারিরা হবেন শতকাোটি টাকার মালিক, আর সৎ, নিরীহ সাধারণ কর্মচারিরা ১০ তারিখের পরে মুদি দোকানে গিয়ে চাল- ডাল বাকি চেয়ে লজ্জা পেতে হবে। আপনাকে দাওয়াত দিব বাসায় আমরা সাধারণ কর্মচারীরা কি ভাবে জিবন যাপন করি তা দেখে রির্পোট দিবেন। আসা করি। আপনার কথার কিছুটা হলেও সত্যি সেটা হলো ১ম-১০ম গ্রেডের কর্মকর্তাগণ ওনার ভাল আছেন এবং ওনাদের সংস্পর্শে যারা থাকেন তারাও ভাল আছেন। তাদের বেতন লাগে না। যেমন ড্রাইভার আব্দুল মালেক, স্বাস্থ্য অধিদপ্তর।
    Total Reply(0) Reply
  • হাফিজ ১১ অক্টোবর, ২০২০, ১২:২০ এএম says : 0
    কর্মচারীদের দাবি গুলি যুক্তিক আছে বর্তামান অবস্থায়, আর আপনার রিপোর্ট ত সব করোনার সাথে এলোমেলো করে ফেলেছেন, এটা কোন নিউজ করলেন,,, হাইরে সাংঘাতিক
    Total Reply(0) Reply
  • মোঃ জামিল হোসেন ১২ অক্টোবর, ২০২০, ১০:০২ এএম says : 0
    প্রিয় সাংবাদিক ভাই, আপনার রির্পোটে কি আসলে কোন রির্পোট বলা যায়। সংবাদপত্র সমাজের আয়না নানা অসংগতি তুলে ধরা করে সমাজে বিশৃংখলা ফিরিয়ে আনা। আপনি ২০১৫ সালে ডাঃ ফরাস উদ্দীন স্যার কর্তৃক প্রস্তাবিত পে-স্কেলসহ যে সকল সুুপারিশ করেছেন সেটা পড়ুন এবং তারপর রির্পোট করুন তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে। স্বজন প্রিতি, সিন্ডিকেট এবং দূর্নীতি রোধ করা না গেলে, ড্রাইভার মালেকের মত কর্মচারিরা হবেন শতকাোটি টাকার মালিক, আর সৎ, নিরীহ সাধারণ কর্মচারিরা ১০ তারিখের পরে মুদি দোকানে গিয়ে চাল- ডাল বাকি চেয়ে লজ্জা পেতে হবে। আপনাকে দাওয়াত দিব বাসায় আমরা সাধারণ কর্মচারীরা কি ভাবে জিবন যাপন করি তা দেখে রির্পোট দিবেন। আসা করি। আপনার কথার কিছুটা হলেও সত্যি সেটা হলো ১ম-১০ম গ্রেডের কর্মকর্তাগণ ওনার ভাল আছেন এবং ওনাদের সংস্পর্শে যারা থাকেন তারাও ভাল আছেন। তাদের বেতন লাগে না। যেমন ড্রাইভার আব্দুল মালেক, স্বাস্থ্য অধিদপ্তর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতন

১৭ সেপ্টেম্বর, ২০২২
৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ