Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যন্ত্রণাময় এক অধ্যায়ে সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৯:২০ পিএম

ক্যামেরার সামনে তার মাংসপেশি দেখে দর্শকরা বেশ উৎফুল্ল হতো। কিন্তু সে-সবই আজ অতীত। কপালে আজ চিন্তার বলিরেখা। মুখের চামড়া কুচকে গেছে। এমনকি মুখ থেকে হারিয়ে গেছে সেই চেনা হাসিটাও।

বলিউড তারকা সঞ্জয় দত্ত এখন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। যে কারণে তার বর্তমান চেহারা উপরোক্ত বর্ণনার মত হয়েছে। রূপালি পর্দায় তাকে খলনায়ক হিসেবে দেখেছেন দর্শকরা। তবুও পর্দার অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। তাই তো আজ তার ভালোবাসার প্রয়োজন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে সঞ্জয় দত্তের। ছবিটি দেখে চমকে উঠেছেন সকল নেটিজেনরা। মাত্র কয়েক দিনেই অবিশ্বাস্য বদলে গেছে বলিউডের এই অ্যাকশন হিরোর চেহারা।

গত আগস্টেই এক টুইটে সঞ্জয় জানিয়েছেন, চিকিৎসার জন্য সাময়িক বিরতিতে যাচ্ছেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যেই বিরতিতে যাওয়ার কারণ স্পষ্ট হয়ে যায়। জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। পরে নানা নাটকীয়তার পর চিকিৎসা শুরু হয় মুম্বাইয়ে।

তিনি তৃতীয় পর্যায়ের ক্যানসারে আক্রান্ত। এ পর্যায়ে নিঃশ্বাস নিতে সমস্যা হয়। মাথা-বুকে যন্ত্রণার পাশাপাশি ওজন কমতে থাকে দ্রুত। হাড়ের ভেতরেও যন্ত্রণা হয়। রাতে এর তীব্রতা আরও বেড়ে যায়। অস্ত্রোপচার সম্ভব না হলেও এ ক্ষেত্রে কেমোথেরাপির পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

মার্কিন ক্যানসার সোসাইটির এক সমীক্ষা অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০১০- এর মধ্যে দেশটিতে যারা ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে শতকরা ৩৬ থেকে ২৬ শতাংশ পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পেরেছিলেন। কিন্তু সঞ্জয় দত্ত লড়াই করে ঠিকই স্বাভাবিক জীবনে ফিরে আসবে- এটাই প্রত্যাশা অনুরাগীদের।



 

Show all comments
  • সাগর ১১ অক্টোবর, ২০২০, ৩:৫৭ পিএম says : 0
    আমি তার রোগমুক্তি কামনা করছি। আল্লাহতালা যেন থাকে দ্রুত সুস্থ করে দেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ