বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর পরশুরাম উপজেলার কাউতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কাউতলী সংলগ্ন মুহুরী নদী থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২) এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করা হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই তিন বিদেশির বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে গত ৩ আগস্ট বিলোনিয়া সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওবাউননি আইডু আবুদীনে (২৯) নামে এক নাইজেরিয়ানকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।