Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৭:৪১ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসের চাকা খুলে খাদে পড়ে ২জন নিহত। এঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন যাত্রী। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অতির বাড়ি নামক স্থানে এ সড়ম দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার অতির বাড়ি নামক স্থানে শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা খুলে গিয়ে উল্টে খাদে পড়ে যায়।
এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
নিহতের মধ্যে একজন পুরুষ এবং অপর জন মহিলা বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা যিশু তালুকদার।



 

Show all comments
  • Ah Sabbir Rahman ৯ অক্টোবর, ২০২০, ৭:৫৫ পিএম says : 0
    আল্লাহ্‌ সবাইকে হেফাজত করুণ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ