প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ক’দিন পরই শুরু হচ্ছে উৎসবের। কিন্তু তার আগেই দর্শকদের মন জয় করার জন্য আসছেন অক্ষয় কুমার। তবে ব্যতিক্রম-ভাবে ইতোমধ্যে বার্তা দিয়েছেন বলিউডের এই খিলাড়ি। যদিও এর আগেই আভাস দিয়ে রেখেছিলেন তিনি।
শুক্রবার কথামত প্রকাশ করলেন ‘লক্ষ্মী বম্ব’র ট্রেলার। আর সেখানেই ভিন্নভাবে দেখা দিয়েছেন এই তারকা। প্রকাশ হওয়া ট্রেলারে অক্ষয়কে কখনো শাড়ির দোকানে অর্ধ পরিহিত শাড়িতে দেখা যাচ্ছে। কখনো হাতে চুড়ি এবং একবার কপালে টিপ। সব মিলিয়ে এক অন্যরকম অক্ষয় দেখা দিলেন ট্রেলারে। তবে এটি তামিল ছবি ‘কাঞ্চনা’র অফিসিয়াল রিমেক।
২০১১ সালে হরোর কমেডি ধাঁচের এ ছবিটি মুক্তি পায়। সেই সময়ে নিজের পরিচালনায় ও প্রযোজনায় এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সিনেমার তারকা রাঘব লরেন্স। আর তিনিই এই ‘লক্ষ্মী বম্ব’র পরিচালক।
এর আগে ২০১৯ সালের শুরুতে ছবিটি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। ছবিতে অক্ষয়ের বিপরীতে নায়িকা হিসেবে নেয়া হয় কিয়ারা আডবানীকে। এতে আরও রয়েছেন তুষার কাপুর, শারদ কেলকর, অশ্বিণী কালসেকরের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
সেই বছরের এপ্রিলে অক্ষয়-কিয়ারার সাথে শুটিং শুরু করেন রাঘব লরেন্স। তখন খবর রটেছিল যে, অক্ষয়ের সাথে মতামতের মিল না হওয়ায় পরিচালনার দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান রাঘব। পরে অবশ্য জানিয়েছিলেন, পরিচালক হিসেবে সিনেমার কাজ তিনি শেষ করবেন। চলতি বছরের মার্চে আবার শুটিং শুরু করেন তিনি। লকডাউন চলার মধ্যেই ছবি-পোস্ট-প্রোডাকশন প্রায় শেষ হয়।
প্রসঙ্গত, আসছে ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘লক্ষ্মী বম্ব’ ছবিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।