Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় ছুরি সহ দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৬:৪৬ পিএম

ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি সহ দুই পেশাদার ছিনতাইকারী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নিকট থেকে দুটি মোবাইল ফোন উদ্বার করে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লা থানার চাষাড়াস্থ তোলারাম কলেজের মোড় হইতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইর ছোট কবরস্থান এলাকার তারিফ মিয়ার পুত্র সুমন(২২) ও দেওভোগ আখড়া মসজিদ এলাকার সুমন মিয়ার পুত্র রিফাত(২০)।
ফতুল্লা থানার ওসি( অপারেশন) সঞ্জয় কুমার জানান,ফতুল্লা থানার এস,আই ইমানুর ও এ,এস,আই লিখন মিয়া সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তোলারাম কলেজের সামনে থেকে পেশাদার দুই ছিনতাইকারী সুমনও রিফাতকে ছুরি এবং দুটি মোবাইল ফোন সহ গ্রেফতার করে।এ সময় গ্রেফতারকৃতদের সাথে থাকা অপর দুই ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। ছিনতাইকারী গ্রেফতারে ফতুল্লা থানা পুলিশের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ