পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নোয়াখালীতে দুস্কৃতকারীদের হাতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় নারীর মানবাধিকার চরমভাবে লঙ্গীত হচ্ছে। এ অবস্থায় সরকারসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আরো সজাগ ও এ ধরণের কর্মকান্ডের বিচার দ্রæততার সাথে সম্পাদন করার জন্য আহবান জানিয়েছে বেসরকারি সংস্থা র্ডপ এর জেন্ডার ওয়াচ কমিটি।
গতকাল র্ডপ এর জেন্ডার ওয়াচ কমিটি পক্ষ থেকে সভাপতি রুবিনা ইসলাম ও সহ-সভাপতি সামছুন নাহার এক বিবৃতিতে জানান, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশব্যাপী বিবৎস নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় সবার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে জানানো হয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহনের সুযোগ বৃদ্ধি করতে হবে। আইনের সুষ্ঠু ও দ্রুততার সাথে প্রয়োগ এবং সমাজের বিবেকবান ও সম্মানিত ব্যক্তি তথা তরুন সমাজকে নারী নির্যাতন রোধে সোচ্ছার হয়ে পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।