বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সামাজিক অবক্ষয়রোধে পরিবারের ভূমিকা অপরিসীহিম। পরিবারই প্রথম প্রতিষ্ঠান যেখানে সন্তানেরা প্রাথমিক জ্ঞান লাভ করে। বর্তমান সামাজিক বৈষম্যই নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারন। বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় বৃহষ্পতিবার বেলা ১১টায় নওগাঁ প্রেস ক্লাব মিলনায়তনে মিডিয়া মোবিলাইজেশনে বক্তারা এ কথা বলেন।
তারা আরো বলেন, বিলম্বিত বিচার ব্যবস্থা, ধনী গরীবের বৈষম্য, সহিংসতার আলামত নষ্ট করার ফলে অপরাধীরা প্রশ্রয় পায়। যার ফলে অন্যায় পাশবিকতা দিন দিন বাড়ছে।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দীন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মো: রায়হানুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
পরে প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অভিভাভাবদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০ জন অভিভাবক অংশগ্রহন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।