Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলার লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৪:১৯ পিএম

সুন্দরবনের ধানসাগর এলাকা থেকে একটি বাঘ শরণখোলার লোকালয়ে ডুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার সাকাল থেকে বিভিন্ন স্থানে হঠাৎ করে শতাধিক বাঘের পায়ের ছাপ দেখে মনিুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বনরক্ষী ও পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে এলাকাবাসীকে নিয়ে বাঘের অবস্থান খুজে বের করার চেষ্টা করে এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন তালুকদার জানান, সকালে তার গ্রামের লোকজন বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে সদ্য যাওয়া বাঘের পায়ের ছাপ দেখতে পায়। গ্রামের এমাদুল হাওলাদার ও রিয়াজুল হাওলাদারে বাড়ির সামনে থেকে ধান ক্ষেতে যাওয়ার পথে প্রায় শতাধিক পায়ের ছাপ দেখতে পান তারা। এরপর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে তিনি বন বিভাগ ও শরণখোলা থানা পুলিশকে অবহিত করেন এবং মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তবে বাঘটি বনে ফিরে গেছে না লোকালয়ের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে তা নিশ্চিত হতে পারেনি তারা।

এ ব্যাপারে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ এনামুল হক জানান, বুধবার রাতে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল। খবর পেয়ে বুধবার দুপুরে তাদের সংশ্লিষ্ট বন অফিসের বনরক্ষী, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোলিং দল যৌথভাবে বাঘের পায়ের ছাপ অনুসরন করে দেখেছেন বাঘটি পুণরায় বনে ফিরে গেছে। এসময় মসজিদের মাইক থেকে এলাকাবসীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, লোকালয়ে বাঘ আসা বন্ধে স্থায়ী সমাধানের লক্ষ্যে সুন্দরবন টাইগার কনজারভেশন প্রকল্পের আওতায় ভারতের আদলে লোকালয় সংলগ্ন বনে প্লাস্টিকের নেট দিয়ে ঘেড়া দেয়া হবে। প্রকল্পটি অনুমোধনের অপেক্ষায় রেয়েছে বলে তিনি জানান।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনা স্থলে ছুটে যান এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন। 

 

kiY‡Lvjvi †jvKvj‡q evN, AvZ‡¼ MÖvgevmx

 

kiY‡Lvjv (ev‡MinvU) Dc‡Rjv msev``vZv

my›`ie‡bi avbmvMi GjvKv †_‡K GKwU evN kiY‡Lvjvi †jvKvj‡q Wz‡K covq GjvKvevmxi g‡a¨ AvZ¼ weivR Ki‡Q| MZKvj e„n¯úwZevi mvKvj †_‡K wewfbœ ¯’v‡b nVvr K‡i kZvwaK ev‡Ni cv‡qi Qvc †`‡L gwby‡li g‡a¨ AvZ¼ †`Lv †`q| Lei †c‡q ebiÿx I cywjk NUbv ¯’‡j Qz‡U wM‡q GjvKvevmx‡K wb‡q ev‡Ni Ae¯’vb Ly‡R †ei Kivi †Póv K‡i Ges mevB‡K mZK© _vKvi civgk© †`b|

eb msjMœ cwðg ivRvcyi MÖv‡g BDwc m`m¨ ûgvqyb Kwig mygb ZvjyK`vi Rvbvb, mKv‡j Zvi MÖv‡gi †jvKRb evwo †_‡K †ei n‡q wewfbœ ¯’v‡b m`¨ hvIqv ev‡Ni cv‡qi Qvc †`L‡Z cvq| MÖv‡gi Ggv`yj nvIjv`vi I wiqvRyj nvIjv`v‡i evwoi mvg‡b †_‡K avb †ÿ‡Z hvIqvi c‡_ cÖvq kZvwaK cv‡qi Qvc †`L‡Z cvb Zviv| Gici GjvKvevmxi g‡a¨ AvZ¼ Qwo‡q c‡i| c‡i wZwb eb wefvM I kiY‡Lvjv _vbv cywjk‡K AewnZ K‡ib Ges gvBwKs K‡i mevB‡K mZK© _vK‡Z Aby‡iva K‡ib| Z‡e evNwU e‡b wd‡i †M‡Q bv †jvKvj‡qi †SvcSv‡oi g‡a¨ jywK‡q i‡q‡Q Zv wbwðZ n‡Z cv‡iwb Zviv|

G e¨vcv‡i eb wefv‡Mi Pvu`cvB †iÄ Kg©KZ©v (GwmGd) ‡gvt Gbvgyj nK Rvbvb, eyaevi iv‡Z GKwU evN †jvKvj‡q cÖ‡ek K‡iwQj| Lei †c‡q eyaevi `ycy‡i Zv‡`i mswkøó eb Awd‡mi ebiÿx, wf‡jR UvBMvi †imcÝ wUg, KwgDwbwU †c‡Uªvwjs `j †hŠ_fv‡e ev‡Ni cv‡qi Qvc Abymib K‡i †`‡L‡Qb evNwU cyYivq e‡b wd‡i †M‡Q| Gmgq gmwR‡`i gvBK †_‡K GjvKvemx‡K mZK© _vKvi Rb¨ ejv n‡q‡Q|

my›`ieb c~e© eb wefv‡Mi wefvMxq eb Kg©KZ©v (wWGdI) †gvt †ejv‡qZ †nv‡mb Rvbvb, †jvKvj‡q evN Avmv e‡Ü ¯’vqx mgvav‡bi j‡ÿ¨ my›`ieb UvBMvi KbRvi‡fkb cÖK‡íi AvIZvq fvi‡Zi Av`‡j †jvKvjq msjMœ e‡b cøvw÷‡Ki †bU w`‡q ‡Nov †`qv n‡e| cÖKíwU Aby‡gva‡bi A‡cÿvq †i‡q‡Q e‡j wZwb Rvbvb|

kiY‡Lvjv _vbvi Awdmvi Bb PvR© †gvt mvB`yi ingvb Rvbvb, Lei †c‡q wZwb NUbv ¯’‡j Qz‡U hvb Ges GjvKvevmx‡K mZK© _vKvi civgk© ‡`b| 



 

Show all comments
  • Jack Ali ৮ অক্টোবর, ২০২০, ৪:৫০ পিএম says : 0
    We fear Tiger but we don't fear Allah as such we are committing all kind of crime which Iblees shy away from committing the crime which we are committing every moment.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ