Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও ভালোবাসার কাঙাল শুভশ্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৪:৩২ এএম

টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন শুভশ্রী। এর বাইরেও পরিচয় রয়েছে তার। জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী তিনি। সম্প্রতি তাদের ঘরে নতুন অতিথি এসেছে। সেই অতিথির নাম ইউভান। তাই তো তার জীবনে এখন শুধুই আনন্দের ছোঁয়া।

তবে রাজ চক্রবর্তী সন্তান জন্মের ক’দিন আগেই হারিয়েছেন তার বাবাকে। তাই তার সংসার বলতে এখন মা, বউ ও ছোট্ট ইউভান। তারপরও শুভশ্রী অন্য কোনো ভালোবাসার কাঙাল।

টলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী মাঝে মধ্যেই নিজের বিভিন্ন রকম ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। কখনো নিজেদের দু’জনের আবার কখনো ছোট্ট ইউভানের সাথে। সব মিলে নিজের ভালোবাসার জগতকে তুলে ধরেন এ নায়িকা।

নতুন খবর হল সন্তানের সুখই সব না তার জীবনে। সাগরের মত বিশাল মন তার। ভালোবাসায় ভরপুর। তাই স্বামী-সন্তান ছাড়াও সব সময় অন্য এক ভালোবাসা টানেন তাকে।

শুভশ্রী ভীষণ কুকুর ভালোবাসেন। হোক তা নিজের পোষা কুকুর বা রাস্তার দেশি কুকুর। গাড়ি থেকে রাস্তায় নেমে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন তিনি। আদর-যত্নে ভরিয়ে দেন। সে রকমই এক ছবি শেয়ার করে পশুর প্রতি তার ভালোবাসা তুলে ধরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ