Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ ১৭৯৮, আক্রান্ত ১৫২০, মৃত্যু ৩৫

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫২০ জন। আর গত এক দিনে মারা যাওয়া ৩৫ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪৪০ জনে দাঁড়াল। গতকাল সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৫২০ জনকে নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন হল। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৭৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৮০৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১০ জন। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জন করে মোট ৩ জনের বয়স ২১ থেকে ৩০, ১১ থেকে ২০ বছরের মধ্যে ও ১০ বছরের কম ছিল। নিহতদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন করে মোট ৪ জন রাজশাহী ও বরিশাল বিভাগের, ৩ জন খুলনা বিভাগের এবং ১ জন করে মোট ৩ জন সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৪৪০ জনের মধ্যে ৪ হাজার ২০০ জনই পুরুষ এবং ১ হাজার ২৪০ জন নারী। এদের মধ্যে ২ হাজার ৭৮৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৪৫৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬৯৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩০৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১২৪ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৬ জনের বয়স ছিল ১০ বছরের কম।

এর মধ্যে ২ হাজার ৭৪৮ জন ঢাকা বিভাগের, ১ হাজার ১০২ জন চট্টগ্রাম বিভাগের, ৩৫৭ জন রাজশাহী বিভাগের, ৪৪৫ জন খুলনা বিভাগের, ১৯৩ জন বরিশাল বিভাগের, ২৩৫ জন সিলেট বিভাগের, ২৪৭ জন রংপুর বিভাগের এবং ১১৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু ঘটে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ষষ্ঠদশ স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় অবস্থান ২৯তম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ