পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বৈঠকে ওই সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনীতি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি কিথ ক্যাচ নেতৃত্ব দেন।
গত মঙ্গলবার দুই পক্ষের সম্মতিতে ওই বৈঠক বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতি মতে, বৈঠকে দুইপক্ষ একমত হয় যে মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক প্রতিষ্ঠার বিষয়ে উভয়পক্ষের ভিশন এক। এই ভিশন অর্জনে একসঙ্গে কাজ করতে উভয় পক্ষ সম্মত হয়েছে। বিবৃতিতে কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কর্মজীবী মানুষ, নারী ও শিশুদের নতুন ধরনের নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে দ্বিপক্ষীয় এবং বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেয়া হয়েছে।
বৈঠকে মেডিকেল শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বয়ঃপ্রাপ্তদের স্বাস্থ্যসহ অন্যান্য সহযোগিতার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ করা হয়। এই কমিটি কোভিড-১৯ মোকাবিলায় যে জ্ঞানের ঘাটতি আছে সেটি পূরণে একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করবে। বিবৃতি মতে, কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে কৃষি- প্রক্রিয়াজাত, কৃষি বাণিজ্য ও পাট খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর জোর দেয় বাংলাদেশ। কারণ এর ফলে খাদ্য নিরাপত্তা অর্জন ও পরিবেশ সংরক্ষণ করা সম্ভব হবে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নতির জন্য সংস্কারের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইনস্যুরেন্স মাকের্ট উন্মুক্ত এবং সব সরকারি রেগুলেশন ইংরেজিতে প্রকাশের আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন ও বিধি এবং রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল আইন সংস্কার করার বিষয়ে আলোচনা হয়। তুলা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে উভয় সরকারকে আলোচনা অব্যাহত রাখার জন্য বৈঠকে উৎসাহিত করা হয়। আন্তসীমান্ত তথ্য আদান-প্রদান করার জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট নেটওয়াকের প্রয়োজনীয়তার ওপর উভয়পক্ষ একমত হয়। ফোর জি প্রযুক্তি স¤প্রসারণ ও ফাইভ জি প্রযুক্তি স্থাপনের জন্য উভয় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় বৈঠকে উৎসাহ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।