Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ ধর্ষক ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে

সারাদেশে বিক্ষোভ কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ ধর্ষক ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজির ফলে সচেতন জনগণ শঙ্কিত। বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ফুটেজ ছড়িয়ে দেয়ায় দেশের মা বোনরা আজ আতঙ্কিত। এমতাবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি কঠোরহস্তে নিয়ন্ত্রণ করে মা বোনদের ইজ্জত আব্রু রক্ষা করতে হবে।
গতকাল বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার উদ্যোগে আল্লামা ফজলুল করীম (রহ.) জীবন ও কর্ম শীষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজারীবাগ থানা ছদর মুফতী ফরীদুদ্দীন মাসউদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মুহাম্মদ আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ আব্দুল আউয়াল মজুমদার ও ডা. মজিবুর রহমান।
ইউনুছ আহমাদ বলেন, আল্লামা ফজলুল করীম (রহ.) জীবদ্দশায় কোন বাতিল ও আল্লাহদ্রোহী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। তিনি ইসলামী শাসন কায়েম করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর অভাব দেশে অনুভব হচ্ছে ক্ষণে ক্ষণে। মহান রব্বুল আলামিন তাঁকে জান্নাতে ভালো রাখুন।
সারাদেশে বিক্ষোভ মিছিল শুক্রবার : সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন-ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ