Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস’ এর নতুন সিজনে জুটি হলেন সিদ্ধার্থ-নিকি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৯:৪৫ পিএম

বিগ বস’র বাড়িতে ভারী বর্ষণ। বৃষ্টির মধ্যেই আগুন লাগাল সিদ্ধার্থ-নিকি জুটি। ভেজা চুল ও ঠোঁটে লাল লিপস্টিক নিয়ে গভীর আলিঙ্গন করেন সিদ্ধার্থকে। বিপরীত মানুষটার চোখের দিকে বারবার তাকিয়ে তার নেশা ধরানো রূপ দেখছিলেন সিদ্ধার্থ।

ঠিক এরপরই চোখের উপর চোখ। এরপর আরও কিছুটা কাছে এসে পরিমাপ করে নিলেন উষ্ণতা। আর এতেই যেন দু’জনের মধ্যে হয়ে গেল অনেক কিছু।

সিজন-১৪ এর শুরুতেই অনেকটা উষ্ণতা ছড়াল। কিন্তু এমনটা হওয়ার কথাই ছিল না। মূলত সিদ্ধার্থ শুক্লার সাথে ‘টিপ টিপ বরসা’ গানটির সাথে নাচের সাথী হয়েছিলেন বিগ বসের বাড়ির চার কন্যা। এরা হলেন- রুবিনা বিলায়েক, নিকি তাম্বলি, জেসমিন ভাসিন, পবিত্রা পুনিয়া। বাকিরাও কিছুটা সময়ের জন্য হারিয়ে যান তাদের সঙ্গে।

এদিকে সবাইকে ছাড়িয়ে সিদ্ধার্থের নায়িকা হয়ে যান তিনি। এরপরই ডান্স ফ্লোরে তারা দু’জন রাজত্ব করতে থাকেন। তাদের দেখতেই বিভোর হয়ে পড়ে বাকিরা। পরে স্বপ্নের মুহূর্ত শেষ হওয়ার পরই নিকি পান ‘রিয়েলিটি চেক’।

‘বিগ বস’ আর বিতর্ক যেন সমার্থক। নিন্দুকেরা বলতে থাকুক না কেনো- এসবই স্ক্রিপ্টেড, নকল, ঘড়ির কাঁটা ধরে দর্শককে টিভি পর্দায় বসিয়ে রাখা ‘শো’। তবে এই সিজনেও যে ব্যতিক্রমী কিছু হবে না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মাত্র কয়েক সেকেন্ডর প্রকাশ হওয়া একটি প্রোমো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ