Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোক গানে কন্ঠ দিলেন প্রতীক হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম


ফোক গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। শাহরিয়ার বাঁধনের কথায় গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটি ফিউশন স্যাড গানের ধারায় তৈরি। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। প্রতীক হাসান জানান, গানটির কথা ও সুর এক কথায় অসাধারণ। জিয়াউদ্দিন আলমের সুরে প্রথম গান করেছি। বেশ ভাল সুর করেছে। আমি বেছে বেছে গান করি। যেটা ভালো লাগে সেটা করি। সামনে আরো কিছু গানের নতুন পরিকল্পনা রয়েছে আমার। সুরকার জিয়াউদ্দিন আলম জানান, গানটি নিয়ে আমি খুব আশাবাদী। কথা ও সুর মিলিয়ে প্রতীক হাসানের গায়কি খুবই চমৎকার হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভাল লাগবে। গানটি খুব শিগগিরই এজেএস ক্রিয়েটিভ মিডিয়ার ব্যানার থেকে মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ