পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্রকরণ এবং ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানবাধিকার ও নারী সংগঠনগুলোর ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ৩২ দিন পর ভিডিওটি ভাইরাল হয়েছে। এর আগে পুলিশ কি করেছে? কোনো মানবাধিকার কিংবা নারী সংগঠন আদালতের শরণাপন্ন হয়নি। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ এ হতাশা ব্যক্ত করেন।
পরে এ বিষয়ক ৫ দফা নির্দেশনা জারির পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট। শুনানিকালে আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, এই ভিডিও যদি ভাইরাল না হতো তাহলে তো পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিত না। ঘটনা সবার চোখের আড়ালেই থেকে যেত। আমরা আশাহত হয়েছি, ‘অধিকার’, ‘আইন ও সালিশ কেন্দ্র’, ‘ব্লাস্ট’র মতো সংগঠন বা কোনো নারী সংগঠন এখন পর্যন্ত এগিয়ে আসেনি।
বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করার ঘটনায় নির্দেশনা চেয়ে বক্তব্য দেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন, সমিতির সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, জামিউল হক ফয়সাল, রাশিদা চৌধুরী নিলু, তানজীম আল ইসলাম প্রমুখ। সরকারপক্ষে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
এর আগে গত ৫ অক্টোবর সকালে নারী নির্যাতনের এ ঘটনা আদালতের নজরে এনে ওই ভিডিও অপসারণসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করেন সুপ্রিম কোর্ট বারের দুই আইনজীবী। আদালত তাদেরকে লিখিত আবেদন করতে বলেন। শুনানির জন্য বেলা ২টা ৩০ মিনিট সময় নির্ধারণ করেন। নির্ধারিত সময়ে শুনানি শেষ করে হাইকোর্ট কয়েকটি আদেশের পাশাপাশি একটি রুল জারি করেন।
পরে অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল সাংবাদিকদের বলেন, আদালত কয়েকটি নির্দেশনাসহ একটি রুল জারি করেছেন। কয়েকটি অবজারভেশনও দিয়েছেন। তবে আদালত একটি বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন। হতাশা ব্যক্ত করে আদালত নারী সংগঠনের বিষয়ে বলেন, দেশে এতো এতো নারী সংগঠন। তারা আজ কোথায়? তারা কেন এ ঘটনার বিচার চেয়ে আদালতের কাছে এলো না? সত্যিই অবাক হলাম। এত নারী সংগঠন থাকা সত্তে¡ও একটি নারী সংগঠনও নারী নির্যাতনের এ লোমহর্ষক ঘটনার বিচার চেয়ে আদালতে আসেনি।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নারীর ওপর অমানুসিক নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর গত ৪ অক্টোবর প্রকাশ্যে আসে। এর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। গতকাল পর্যন্ত এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।