Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্দা থেকে এখন বাস্তব জীবনের হিরো দেব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৯:৫৮ পিএম

মহামারি করোনাকালীন এই সময়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন টলিউড অভিনেতা দেব। ঘাটালের তৃণমূলের এ সাংসদ নেপালসহ বহু মানুষকে নিরাপদে ঘরে ফিরিয়েছেন। সেই দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন এবং করোনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করেছেন পর্দার এই নায়ক।

পর্দার মত বাস্তব নায়কের এ জনদরদী মনোভাব নজরে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তাই তো আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক আলোচনায় নায়ক দেবের ভূয়সী প্রশংসা করেন মমতা।

বৈঠকে মমতা বলেন, দেব, তোমার সব লোকজন তো চলে এসেছে। তাই বলার কিছু নেই। সে কিন্তু অনেক কাজকর্ম করেছে। করোনার সময় অনেক মানুষকে খাইয়েছে সে। অনেক মানুষ আটকে ছিল। দেব আমাকে হালকা-পাতলা ফোন করত, নেপালে-বাংলাদেশে এ বা সে আটকে আছে। আমার খুব ভালো লাগে। সাথে সাথে ওদের কাজটা করে দেই আমি।

এদিকে দেব দিদির নিকট থেকে এমন প্রশংসা শুনে খানিকটা লজ্জার ভঙ্গিমায়, আপনাকে ধন্যবাদ দেয়ার সুযোগ পাইনি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জবাবে মমতা বলেন, আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। তোমরা সবাই মিলে কাজটা করেছ তাতেই অনেক কিছু।

প্রসঙ্গত, এর আগেও টলিগঞ্জের নায়ক দেবকে মানুষের পাশে দেখা গিয়েছে। বিভিন্ন সময় অসহায় মানুষদের জন্য বাড়িয়ে দিয়েছেন নিজের হাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ