Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের খবর প্রকাশ্যে আনতেই ভাইরাল কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৯:৩০ পিএম | আপডেট : ৯:৫৪ পিএম, ৬ অক্টোবর, ২০২০

মহামারির লকডাউন উঠে যাওয়ার পর প্রথম শুটিং শুরু করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয় করছেন জনপ্রিয় এ নায়িকা। সম্প্রতি সেই ছবির শুটিংও শুরু করেছেন তিনি।

নতুন খবর হল সেই শুটিংয়ের ছবি শেয়ার করেছেন বলিপাড়ার অভিনেত্রী কঙ্গনা। যেখানে দেখা যাচ্ছে তার মা রুটি বানাচ্ছেন। তার মানালির বাড়িতে কাঠের উনুনে রুটি তৈরি করছেন তার মা।

কঙ্গনা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। আর তাতে ক্যাপশনে লিখেছেন, রুটির প্রকৃত স্বাদ তৈরির লক্ষ্যে তার মা পৃথকভাবে উনুন তৈরি করেছেন। আর সেই উনুনেই তার মা রুটি তৈরি করছেন।

সম্প্রতি বিএমসি’র সাথে চরম বিবাদ শুরু হয় বলিউডের এ নায়িকার। বিএমসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কঙ্গনার পালি হিলের অফিসের বেশ কিছু অংশ বেআইনি ছিল বলেই তা ভেঙে দেয়া হয়েছে। তবে এ নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থও হন কঙ্গনা রানাউত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ