Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদের বৈধতা নিয়ে রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজউদ্দিন আহমেদ কোন কর্তৃত্ব বলে স্বপদে বহাল রয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। এলজিআরডি সচিব, নির্বাচন কমিশন, পিরোজপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল), মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদকে পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক।

এর আগে নির্বাচনে পরাজিত প্রার্থী হোসাইন মোশারেফ সাকু বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর রিট করেন। তাতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৮ জুন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে মোট ৯ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াজউদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষণা করে গতবছর ২৭ জুন গেজেট প্রকাশিত হয়। রিটে বলা হয়, উপজেলা নির্বাচনের বিধিমালা অনুযায়ী ২৫০ জন ভোটারের স্বাক্ষর না নিয়ে মনোনয়নপত্র জমা দেয়া, একই উপজেলার এলজিইডির ঠিকাদার হওয়ায় রিয়াজ উদ্দিন আহম্মেদের পদে থাকা কোনোভাবেই আইনসম্মত ও বৈধ নয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ