Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্ত হত্যায় ফের আঙুল উঠছে রিয়ার দিকে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৯:১০ পিএম | আপডেট : ৯:৫৫ পিএম, ৬ অক্টোবর, ২০২০

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক সংশ্লিষ্টতা আলোচনায় উঠে আসে। এতে প্রথমে জেরার জন্য রিয়াকে ডাকা হলেও পরে গ্রেপ্তার করা হয় তাকে। সুশান্তের মৃত্যুর ভিসেরা প্রতিবেদন প্রকাশ হলেও সবার সন্দেহের আঙুল এখনো রিয়ার দিকেই।

রিয়ার অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা দাবি করেছেন, ১৩ জুন সুশান্তের সাথে দেখা করেছেন রিয়া। সেদিন সন্ধ্যা ছয়টা, সাড়ে ৬টার দিকে রিয়াকে অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে গেছেন সুশান্ত।

এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই প্রতিবেশী সুশান্তকে নিজে গাড়ি চালিয়ে রিয়াকে নামিয়ে দিয়ে যেতে দেখেছেন। কেবল তাই নয়, ৮ জুন সুশান্তের বাড়ি ছাড়ার পর তার সাথে আর দেখা করেননি বলে যে দাবি করছেন রিয়া, তার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রতিবেশী মহিলা। আর সেই ১৩ জুনের পুরো ঘটনা রেকর্ড করা হয়েছে বলেও দাবি সংবাদমাধ্যমের।

তবে এবারই প্রথম নয়, এর আগেও মুম্বাইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা ওই প্রতিবেশীর বক্তব্যের সঙ্গে মিল রেখে বক্তব্য দেন। কিন্তু সে সময় এই নেতার ভাষ্যকে অস্বীকার করেন সুশান্তের ফ্ল্যাটেমেট সিদ্ধার্থ পিঠানি।

এদিকে আজ মামলায় রিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে তা আগামী ২০ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তাই বলা যেতে পারে, এর আগে ছাড় পাচ্ছেন না রিয়া চক্রবর্তী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ