রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নলছিটিতে গরু বোঝাই ট্রলারসহ ডাকাত সন্দেহে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুরকাঠি ঘোপেরহাট বাজার সংলগ্ন খয়রাবাদ নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গলাচিপার রিয়াদ মাতুব্বর, ইসমাইল শিকদার, মো. নিজাম, কলাপাড়ার স্বপন খান, রাঙাবালির লিটন হাওলাদার, পটুয়াখালীর আ. লতিফ ও মেহেন্দিগঞ্জের সাইদুল প্যাদা। জানা যায়, সংঘবদ্ধ একটি গরু চোর চক্রের ১০ থেকে ১১ জন সদস্য সোমবার রাতে মাছধরা ট্রলারে ৪টি গরু ও ৩টি মহিষ নিয়ে ঘোপেরহাট বাজার সংলগ্ন ওই নদীর পাড়ে আসে। এ সময় ট্রলারের লোকজনের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে তীরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ৭ জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।