Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না ফেরার দেশে অনিল, অজয় দেবগনের পরিবারে শোক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৮:২৮ পিএম

না ফেরার দেশে চলে গেলেন অজয় দেবগনের ভাই অনিল দেবগন। ভাই হারানোর এ শোকের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই শেয়ার করেছেন।

ভাইয়ের মৃত্যুতে বলিউডের প্রথম শ্রেণির এ অভিনেতার পরিবার ভেঙে পড়েছে। এদিকে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির জন্য প্রার্থনার আয়োজন করতে পারবেন না বলে শোক বার্তায় জানানো হয়।

মঙ্গলবার অনিল দেবগনের মৃত্যুর খবর প্রকাশ করেন অজয়। গতকাল সোমবার রাতে মৃত্যু হয় অনিলের। মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় তার। মহামারির এই পরিস্থিতিতে ৫ অক্টোবর যেন আরও একদফা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাদের কাছে।

অনিল দেবগন পরিচালক হিসেবে রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। ১৯৯৬ সালে জিত-এ সহকারী পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন তিনি। এরপর ২০১২ সালে সন অফ-সর্দার এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেন। এতে তার সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন সোনাক্ষী সিনহা

এদিকে তার মৃত্যুর খবরে অভিষেক বচ্চন, পরিচালক মুকেশ ছাবড়ারা শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ