Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে থানায় অপমৃত্যুর মামলা করতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন ইউপি মেম্বার

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৩:২৬ পিএম

গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউপি সদস্য বদরুজ্জামান ওরফে বুদিয়া মেম্বার পাগলা থানায় অপমৃত্যু মামলা করতে এসে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরেন।ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে পাগলা বাজারের থানা গেইটের চা দোকানে।তিনি হৃদরোগে ভোগছিলেন। জানা গেছে, বদরুজ্জামান উরফে বুদিয়া মেম্বার উপজেলার মশাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। সোমবার বিকেলে তার ওয়ার্ডে ইভা (১২) নামে এক কিশোরী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।ইভার স্বজনদের সঙ্গে ইউপি সদস্য বদরুজ্জামান অপমৃত্যুর মামলা করতে পাগলা থানায় যায়।কাজের ফাঁকে এক সময় চা পান করতে থানা গেইট সংলগ্ন দোকানে যান। সেখানেই তিনি স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করে বলেন, আমার পরিষদের একজন উল্লেখ যোগ্য সদস্যের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ