বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেসবুকে ছবি ও লেখা প্রকাশ করে সচেতনতা গড়ে তোলায় এওয়ার্ড পেলেন নওগাঁর রাশেদ জামান।
স্থানীয় ‘আড্ডায় কফি’ নামে একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে রাশেদ জামানকে ফেসবুক সন্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সান্তাহার শহীদ আহসানূল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ নজরুল একাডেমীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচনা করেন- রেজা মৃধা, হাসমত আলী, আব্দুল বারিক সাচ্চু, সাংবাদিক এ কে আজাদ মুরাদ প্রমূখ ।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বিভিন্ন সময় ফেসবুকে ছবি ও লেখা প্রকাশ করে দীর্ঘদিন ধরে সচেতনতা গড়ে তোলার কাজ করে আসছে রাশেদ। সেই কাজের স্বকৃতি স্বরুপ নওগাঁ নজরুল একাডেমীর পক্ষ থেকে সন্মাননা ্রদান করা হলো।
আলোচনা সভা শেষে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।