পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৬সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল সোমবার সিআইডির সহকারী পুলিশ সুপার জিসানুল হক এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো-রাসেল খন্দকার (২৮), শাহানাজ বেগম (৩৫), সুমন ভূঁইয়া (২৫), বেলাল বিন কারী (৫৭), আরিফ হোসেন (৩০) ও জাবেদ হোসেন (৩০)।
তিনি জানান, এ সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মালয়েশিয়ায় অবস্থানরত সদস্যরা বাংলাদেশিদের অপহরণ করে মারধরের ভিডি দেশে স্বজনদের কাছে পাঠিয়ে মোটা অংকের মুক্তিপণ আদায় করে। আটকরা দেশে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। গত জুনে মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর মল্লিককে (৩০) আটকে রেখে তার স্বজনদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। পরবর্তীতে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরগুলোতে ৮ লাখ টাকা দেন জাহাঙ্গীরের ভাই আলমগীর মল্লিক। এ চক্রের মূলহোতা মালয়েশিয়া প্রবাসী চাঁদপুরের কামরুল ও তার শ্যালক রহিম সরদার। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।