Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে অভিষেক করছেন সুস্মিতার কন্যা রেনে সেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৯:৫৬ পিএম

২০০০ সালে রেনে সেন’কে দত্তক নিয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। পুরনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মেয়ের সাথে তার আত্মিক সম্পর্কের কথা।

সুস্মিতা সেই সময় বলেছিলেন, অনাথালয়ে গিয়ে নিজের পছন্দের নাম ধরে ডেকেছিলেন সুস্মিতা। যে শিশু-কন্যাটি সাড়া দিয়েছিলেন তাকেই আপন করে নিয়েছিলেন তিনি। স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন তাকে। সেই কন্যা একুশে পা রেখেছেন আজ। কন্যাও মা’কে আদর্শ করে নিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে পরিচিত পাওয়ার চেষ্টা শুরু করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শুটিংয়ের ছবিকে কেন্দ্র করেই চাওর হচ্ছে এমন খবর।

জানা গেছে, ‘সুট্টাবাজি’ নামের একটি ছবির শুটিং শুরু হয়েছে লকডাউনে। ছবিতে দেখা যাচ্ছে কলাকুশলীদের অধিকাংশই নতুন প্রজন্মের।

সূত্রের খবর বলছে, নারী স্বাধীনতার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘সুট্টাবাজি’ ছবিটি। পুরো কাহিনী মা-মেয়ের সম্পর্কের ওপর নির্ভর করে। আর এতে রেনের মা ও বাবার চরিত্রে অভিনয় করছেন রাহুল ভোরা এবং কোমল ছাব্রিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ