রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের করিমগঞ্জের গণপূর্ত বিভাগের কর্মচারী আব্দুর রহমান হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় মামলার সকল আসামি আদালতে উপস্থিত ছিল। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো কাশেম, নজরুল, লিটন, সাত্তার। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলো খোকন, সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ। বাদী ও আসামিদের বাড়ি করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে।
গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জের ১নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৮ আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে বাদী নূরুন্নাহারের বসত ঘরে ২০০৬ সনের ২২ এপ্রিল রাত ১টার দিকে ডাকাতি করতে গিয়ে বাধা দিলে বাদীর স্বামীকে ছুরিকাঘাত করলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হয় বাদী নূরুন্নাহার। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৩ এপ্রিল করিমগঞ্জ থানায় ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি রফিকুল ইসলাম মামলার সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনান শেষে বিচারক এ রায় প্রদান করেন। বাদী পক্ষে ছিলেন এড. আবুসাইদ ইমাম এপিপি, আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. অশোক সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।