রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের সীতাকুন্ডে বজ্রপাত থেকে রক্ষাপেতে পৌরসভা এলাকার সিবপুর ৯নং ওয়ার্ডসহ পুরো উপজেলায় বিভিন্ন স্থানে ১২শ’ তালবীজ ও চারা বপনের কার্যক্রম গ্রহন করা হয়েছে। তার অংশ হিসেবে গতকাল পৌর সদরের সিবপুর এলাকায় তালবীজ বপন উদ্ভোধন করেন স্থানীয় কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ্ আলম, আইপি এম ক্লাবের সভাপতি নুরুল আলম মানিক, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্থানীয় কৃষক মো. মনির উদ্দিন, মো. সালাউদ্দীনসহ অনেকে।
এদিকে উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্রনাথ বলেন, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অধীন সীতাকুন্ড উপজেলায় ১ হাজার তালের বীজ ও ২শ’ তালের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তালের বীজ বপন করা হচ্ছে। প্রত্যেক বøকে নিদিষ্ট লক্ষ্যমাত্র অনুযায়ী একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে তালের বীজ পর্যায়ক্রমে বপন করা হবে। তিনি আরো বলেন, বজ্রপাত থেকে রক্ষাপেতে সীতাকুন্ডে এ তালের বীজ বপন কার্যক্রম গ্রহন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।