Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকিদাতাদের শাস্তি দাবি

কেশবপুরে কাউন্সিলর বাবুর সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

কেশবপুরের আসন্ন পৌর নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেওয়ায় তার বাবা ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু গত রোববার সংবাদ সম্মেলন করেছেন।
কেশবপুর প্রেসক্লাবের হলরুমে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত পৌর নির্বাচনে আলতাপোল এলাকার নাজির বিশ্বাসে ছেলে আফজাল হোসেন বাবু পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচনের পর থেকে তিনি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। যে কারণে তার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এতে প্রতিপক্ষরা তাকে প্রতিদ্ব›দ্বী মনে করে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ৩ অক্টোবর সন্ধ্যায় তার বড় ছেলে ফয়সাল আরেফিন তামিমকে শহরের নারকেলহাটা মসজিদ সংলগ্ন রাস্তায় ফাঁকা পেয়ে মুখে কাপড়বাঁধা অজ্ঞাত ২ থেকে ৩ জন পথরোধ করে। এ সময় কাউন্সিলর পদ থেকে তার পিতা সরে না দাঁড়ালে তার পিতাসহ তাকে খুন, জখম করা হবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ওই দিন রাতেই আফজাল হোসেন বাবু কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উপস্থিত ছিলেন তার ছেলে আরেফিন তামিম, শ্যালক আবুল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ