Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে গত ১ অক্টোবর থেকে দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণের শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ এলাকায় পায়রা ও বেলুন ওড়িয়ে উদ্বোধনের পর র‌্যালি বের করা হয়। উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজদিখান উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত¡াবধানে মাস জুড়ে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ চলবে বলে জানান উপজেলা প্রকৌশলী শোয়েব বিন-আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ