Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ফেসবুকে সম্মান হানিকর স্ট্যাটাস দেয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে থানায় জিডি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৬:৫২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফেসবুকে সম্মান হানিকর স্ট্যাটাস দেয়ায় আ’লীগ নেতা শমেস উদ্দিন বাবুর (৬০) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার জন্য থানায় সাধারণ ডায়েরী করেছেন আর এক আ’লীগ নেতা। গত শনিবার (৩ অক্টোবর) রাতে থানায় এ জিডি করেন আ’লীগ নেতা মিজানুর রহমান মিজান। শমেস উদ্দিন বাবু উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে ও ওই ইউনিয়নের আ’লীগ নেতা এবং মিজানুর রহমান মিজান একই ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে ও উপজেলা আ’লীগ নেতা। অভিযোগ সূত্রে জানা যায়, শমেস উদ্দিন বাবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধু মিজানুর রহমান মিজানের । বাবু তার নিজ নামীয় আইডিতে মিজানুর রহমান মিজানের ছবি বিকৃত করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি স্ট্যটাস আপলোড করেন। এতে মিজানের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্ন হয়। ছবি বিকৃত করে প্রকাশ ও অশালীন ভাষা প্রচার করায় মারাতœক ভাবে মানুষিক ক্ষতিগ্রস্থ হয়েছেন বলেও উল্লেখ করেন মিজান তার লিখিত অভিযোগে। অভিযোগে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিধান মোতাবেক ফেসবুকে স্ট্যাটাস প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। থানার জিডি নং-১২৭ তারিখ ৩ অক্টোবর/২০২০। এ ব্যাপারে আ’লীগ নেতা শমেস উদ্দিন বাবুর সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

Show all comments
  • Habibur Rahman Habib ৫ অক্টোবর, ২০২০, ৯:০০ পিএম says : 0
    কাক কাকের মাংস খায়না কিন্তু আওয়ামীলীগ আওয়ামীলীগের---- ঠিক-ই খায়!!!!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ