Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত ‘বাহুবলী’ খ্যাত তামান্না, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৯:৩৯ পিএম

বি-টাউনে আবারও হানা দিয়েছে মহামারি করোনা ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘বাহুবলী’ খ্যাত বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। সূত্রের খবর বলছে, কয়েক দিন আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তিনি।

হায়দরাবাদ, সেখানেই করোনার উপসর্গ দেখা দেয় নায়িকার। করোনা পরীক্ষা করান তিনি। ফলাফল পজিটিভ আসে। বর্তমানে এ নায়িকা বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্র বলছে, তামান্নার অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় সকল চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, মাত্র মাস খানেক আগেই তামান্নার বাবা এবং মা করোনার কবলে পড়েছিলেন। এ কথা টুইটারে তিনি নিজেই জানিয়েছিলেন সে সময়। তবে তখন করোনা ফলাফল নেগেটিভ এসেছিল তার।

তামান্না ভাটিয়া মূলত দক্ষিণী ছবি দিয়ে শুরু করেন ক্যারিয়ার। পরে বলিউডে জায়গা নিয়ে বেশ ভালোই সাড়া ফেলেন। শতকের ঘরের ‘বাহুবলী’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। করোনার জন্য তার বেশ কিছু ছবির মুক্তি আটকে গেছে। আর এর মধ্যে লকডাউন বিরতি কাটিয়ে শুটিং ফিরেই করোনায় আক্রান্ত হন তামান্না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ