বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশী বাঁধায় যুবদলের উপজেলা প্রতিনিধি সভা হয়েছে পন্ড। এসময় উত্তেজিত নেতাকর্মীদের সাথে পুলিশের ধ্বস্তাধস্তিতে আহত হয়েছেন যুবদলের দুই নেতাকর্মী। রোববার বেলা প্রায় ৩টায় উত্তর কুশিয়ারা ইউনিয়নের ক্রিস্টাল কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেটের প্রতিটি উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে যুবদলের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতারা চালিয়ে যাচ্ছেন প্রতিনিধি সভা। এরই লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের প্রতিনিধি সভার দিনক্ষণ ছিল আজ (রোববার)।
স্থানীয় নেতাকর্মীরা উত্তর কুশিয়ারা ইউনিয়নের ক্রিস্টাল কমিউনিটি সেন্টার ভাড়া করেন প্রতিনিধি সভার লক্ষে। সকাল থেকে দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার নেতারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হলে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে। এসময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের ধ্বস্তাধস্তিতে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান নেছার ও উপজেলা যুবদল কর্মী রাজু আহমদ আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাদেরকে। পরে যুবদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করতে না পেরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। শেষে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু। সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা শহিদুল্লাহ তালুকদার, সহ সভাপতি আনছার উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, সহ সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াস, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। এসময় বক্তারা বলেন, একদিকে সারাদেশে চলছে গণধর্ষণ। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা দিয়ে দমন নিপীড়নের কাজে ব্যস্ত সরকার। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, এ সরকার চিরস্থায়ী নয়। সুতরাং তাদের কথায় কথায় কান না দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করলে পুলিশের মর্যাদা আরো বৃদ্ধি পাবেদেশের মানুষের কাছে। পথসভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সদস্য আক্তার আহমদ,মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, সাঈদ আহমদ, সাইদুল ইসলাম ছোটন, লুতফুর রহমান, জাবেদ আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান আহমদ, সাইফুল ইসলাম খান প্রমুখ। এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাঈদ আহমদ বলেন, থানা পুলিশের অনুমতি নেয়ার পরও সভা করতে দেয়া হয়নি আমাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।