প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি অভিযোগ উঠেছে পরিচালক রাজ চক্রবর্তীর নাম ভাঙিয়ে আর্থিক প্রতারণা করা হচ্ছে। আর সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে। সম্প্রতি এ ঘটনায় মহিলাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের ভ্যারিফাইড পেজ থেকে সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি।
জানা যায়, সম্প্রতি রাজ শিশু শিল্পীর খোঁজে একটি বিজ্ঞাপন দেন ফেসবুক পেজে। বিষয়টি অনেকের নজরে পড়ায় অভিভাবকরা যোগাযোগ করেন। অডিশনও হয়। আর এর মধ্যেই পরিচালকের কানে খবর যায়, কেউ বা কারা যেন তার নাম করে অভিভাবকদের থেকে টাকা নিচ্ছেন। সাথে অভিযুক্তদের ধরার জন্য প্রতারণার শিকার এক অভিভাবকের সাথে যোগাযোগ করা হয় পরিচালক রাজের পক্ষ থেকে। এমন সময়ই ধরা পড়েন সেই প্রতারকরা।
শনিবার সম্পূর্ণ বিষয়টা জানিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই পরিচালক। তারপরই বর্ণালী ঘোষ, রাজু নাথ ও দীপম কুণ্ডু নামে তিন প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ।
পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, এর আগেও বলেছি আমি, কারো সাথে ফেসবুকে ব্যক্তিগতভাবে চ্যাট করিনা। আর সোশ্যাল মিডিয়াতে আমি বা আমার কোম্পানির সকল পেজ ভ্যারিফাইড। আমাদের এখানে টাকার বিনিময়ে কোনো কাজের সুযোগ দেওয়া হয় না। তাই সবাইকে সতর্ক করে দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।