বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ৫০ জন। বিভাগে এই সময়ে কোভিড-১৯ রোগে মৃত্য হয়েছে একজনের। রোববার (৪ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে প্রদত্ত তথ্যানুযায়ী, বিভাগে শনাক্ত ২০ জন রোগীর মধ্যে সিলেট ১৭ ও মৌলভীবাজার ৩ জন। এছাড়া বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে নতুন করে শনাক্ত হয়নি কেউ। একই সময়ে সুস্থ হওয়া ৫০ জন রোগীর মধ্যে ১দিনে সর্বাধিক সুস্থ হয়েছেন সিলেটের ২২ জন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২০ জন রোগ। এদিন হবিগঞ্জে ৮জন রোগী সুস্থ হলেও মৌলভীবাজারে সুস্থ হয়ে উঠেননি কোনো করোনা রোগী। বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৩১ জন। এর মধ্যে সিলেট অর্ধেকেরও বেশি ৬ হাজার ৯১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৪৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭১০ জন। সিলেটে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩ জন করোনা আক্রান্ত রোগী। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ৬৩৫ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ২২০ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।