Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারক সঙ্গে নিয়ে ঝগড়ায় শানু-অভিজিৎ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৬:০৮ পিএম

এসব কিছুই না। আরও অনেক কিছুই ঘটিয়েছেন সবাই। সে সবের তালিকা করলে এক মহাভারত হবে। হাসতে হাসতে বললেন যিশু সেনগুপ্তা।

এদিকে ভিডিও কনফারেন্সে ফুঁসছেন অভিজিৎ। পেছনে থেকে কিছুটা উস্কানি যোগাচ্ছেন শান। সামলানো চেষ্টা বিফলে রূপঙ্কর বাঁগচিও এখন খোঁচানোর দলে। তবে মাঝে লোপামুদ্রা মিত্রের বেশ রাগ, ভারী অসভ্য ছেলেগুলো।

আজ রোববার বেলা ১টা থেকে টানা ১০ ঘণ্টা স্টার জলসার সুপার সিঙ্গার সুপার ফিনালের দখলে। ২৩-২৫ সেপ্টেম্বর- এই তিনদিনের অংশ শুট করতে গিয়েই নিজেদের বিনোদনের মাধ্যমের কথা জানালেন তারকারা। সাক্ষাৎকার হয়ে গেল ঘরোয়া আড্ডায়। এতে ছিলেন যিশু সেনগুপ্ত, লাবণ্য, চার বিচারক অভিজিৎ ভট্টাচার্য, শান, রূপঙ্কর আর লোপামুদ্রা।

লোপাকে দেখেই অভিজিৎ বলেন, কি দিদি! এতদিন বাংলায় থাকলাম। একদিনও তো রান্না করে খাওয়ালেন না। উত্তরে লোপা বলেন, আসছে বছর অবশ্যই হবে। থেমে ছিল না বিচারক। তিনি বলেন, লোপাদি বাইরের সিকিউরিটি গার্ডকে ঠিকই খাইয়েছেন। আর এতেই রেগে গেলেন অভিজিৎ।

অদ্ভুতভাবে হয়েছে সেই ভিডিও আড্ডা। মহারাষ্ট্রে মেকআপ ভ্যানে যিশু। তেলেগু ছবি ‘দুর্গাবতী’র শুটিংয়ের ফাঁকে এই আড্ডায় অংশ নেন। অভিজিৎ মুম্বাইয়ে। আর লোপামুদ্রা, রূপঙ্কর নিজ বাড়িতে। সকলের দাবি, দীর্ঘ ১০ ঘণ্টার এই শো-তে অংশগ্রহণকারী ছাড়াও দর্শকরা যেন বোর না হন তাই অনেক হাসি-মজা করা।

শানের কথায়, শো সুপারহিট করার জন্য ঘাম ঝরিয়েছেন সবাই। ভীষণ প্রতিভাবান প্রতিযোগীরা। তাদের ভবিষ্যৎ গড়ার জন্যই চ্যানেল কর্তৃপক্ষ সবার জন্যই বিশেষ ব্যবস্থা নিয়েছেন।

এদিকে হঠাৎ করেই অভিজিৎ আবার পুরনো নালিশে, শানের উস্কানিতে শানুদার সাথে ওভাবে ঝগড়া। তবে বিচারকরা তাদের থামিয়ে সান্ত্বনা দিচ্ছেন মুম্বাইয়ের বাঙালি গায়ককে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ