Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের পবিত্র মাটিতে ঠাঁই দেয়া হবে না ধর্ষকদের: সিসিক মেয়র আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৬:০০ পিএম

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্ষকরা দেশ ও জাতির শত্রু। ধর্ষকদের প্রতিহত করা হবে যেকোন মূল্যে। ধর্ষকরা সিলেটের মাটিকে কলুষিত করছে। এ পবিত্র মাটিতে ধর্ষকদের ঠাঁই দেয়া হবে না।
তিনি বলেন, আগামী ৯ অক্টোবর সিলেটের সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি বৈঠক হবে। সেই বৈঠক থেকে ধর্ষকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে। ধর্ষকদের আইনের আওতায় নিয়ে আসার সকল কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা সবাই মিলে সুন্দর সিলেট শহর গড়বো। রবিবার (০৪ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে গৃহবধুকে গণধর্ষণ করার প্রতিবাদে মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম সাদেক, ঝুমা রাণী দাস, অশিম দাস, শামসুল ইসলাম, রবিউল মিয়া, আতিক শিকদার, মিয়াজা আলী, এখলাছুর রহমান, মোস্তাক মিয়া, মনির মিয়া, রানু দেব, পরিমল বাবু, জয়ন্তী রানী দাস, মনসুর মিয়া, সালাম মিয়া, সাদেক মিয়া, সাফিউর রহমান মিজানুর রহমান, সানুর মিয়া, আজাদ মিয়া, আব্দুল মতিন খসরু, স্বপ্না রানী দাস, মো: কামরুজ্জামান, মাসুদ রানা, চুন্নু মিয়া, ডালিম আহমদ, শিল্পী রাণী রায়, টিটু চক্রবর্তী, অলক চক্রবর্তী, জয়ন্তী বালা দেবী, মাধবী ভট্টাচার্য্য, জোৎন্সা আক্তার, ইছহাক আহমদ, আলেয়া আক্তার, এম. এ. ওয়াহিদ চৌধুরী, সোহেল আহমদ সাহেল, ঝর্ণার রানী দাস ও ইমাদ হোসেন ইমাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ