বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংকটে ব্যাপক লোকশানের মাঝেই পিরোজপুর-ঝালকাঠীর আটঘর-কুড়িআনা ও ভিমরুলির পেয়ারার মৌশুম হয়ে যাচ্ছ। ‘প্রাচ্যের ভেনিস’ খ্যাত ভিমরুলীর পেয়ারার ভাসমান হাটে এবার ক্রেতার অভাব উৎপাদকদের চরম বিপাকে ফেলে। করেনা সংকটে ক্রেতাদের অভাবে দরপতনে ক্ষতিগ্রস্থ উৎপাদক সহ বাগান কেনা পাইকাররাও। এমনকি এবার ভিমরুলী’তে পর্যটকদের আনাগোনাও তেমন ছিলনা। বিগত প্রায় এক দশক ধরেই সারা দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসছিলেন ঝালকাঠীর ভিমরুলীর ভাসমান পেয়ারার হাট সহ আটঘর-কুড়িআনার পেয়ারা বাগান দেখতে।
বিগত প্রায় দুই শতাব্দী ধরে ঝালকাঠী ও পিরোজপুরের সীমান্তবর্তী আটঘর-কুড়িআনার কয়েক হাজার হেক্টর জমিতে ‘সার্জন পদ্ধতি’তে বিশাল বাগান থেকে ভিমরুলীর ভাসমান হাটে পেয়ারা’র বিপনন হয়ে আসছে। ঐসব বাগান থেকে ক্রেতারা ছোট ও মাঝারী নৌকায় এ ভাসমান হাটে পেয়ারা নিয়ে এসে নৌকাতেই তা বিক্রী করে আসছিলেন। আর দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা ভিমরুলীর ভাসমান হাট থেকে পেয়ারা কিনে সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন মোকামে বিক্রী করছিল।
কিন্তু করোনা সংকটে দেশের অর্থনীতিতে যে স্থবিরতা সৃষ্টি হয়েছিল, তার বিরূপ প্রভাব ঝালকাঠীÑপিরোজপুরের পেয়ারার বাজারেও পড়েছে এবার। উৎপাদকরা বাগানে এক কেজি পেয়ারা ১০ টাকাও বিক্রী করতে পারেন নি। আর পাইকাররাও ভিমরুলীর ভাসমান হাটে ১২Ñ১৫ টাকা কেজি দরে পেয়ারা বিক্রী করতে বাধ্য হয়েছেন। ফলে একদিকে যেমনি উৎপাদকদের যধেষ্ঠ লোকশান গুনতে হয়েছে, তেমনি বাগান ক্রেতাদেরও পুজি ফিরে পাওয়া নিয়ে অনিশ্চতার মধ্যেই মৌশুম শেষ হয়েছে।
সারা দেশেই আটঘর-কুড়িআনার ‘মুকুন্দপুরী, লতা ও পুর্নম-ল’ জাতের মিষ্টি ও অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন পেয়ারার সুখ্যাতি রয়েছে। এর স্বাদ ও গন্ধের কিছুটা ভিন্নতা রয়েছে। ভারতের কোলকাতা সহ পশ্চিসবঙ্গের সীমান্তবর্তি বিভিন্ন বাজার ও ত্রিপুরার আগরতলাতেও ‘বরিশালের পেয়ারা’ খ্যাত এ সুমিষ্ট ফলের সুখ্যাতী রয়েছে। কিন্তু এ বছর করোনা সংক্রমণে দুর দুরান্তের পাইকাররা ঝুঁকি নিয়ে বাগান কেনা থেকে শুরু করে ভিমরুলীর হাট থেকে পেয়ারা কিনতে খুব আগ্রহী ছিলেন না। ফলে ক্রেতাÑবিক্রেতার মধ্যে এক ধরনের অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্থ হয়েছেন আটঘর-কুড়িয়ানার পেয়ারা চাষিরা।
তবে এরপরও পেয়ারা কেনা-বেচায় ভীমরুলীর ভাসমান বাজার ছাড়াও আটঘরÑকুড়িয়ানার পেয়ারা বাগানে পাইকারদের অতি সিমিত কিছু পদচারনা ছিল। ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, নোয়াখালী ও ফরিদপুর থেকে আসা অতি সিমিত কিছু বেপারী নৌকা থেকেই পেয়ারা কিনে ট্রলার অথবা ট্রাকে করে তাদের গন্তব্যে নিয়ে গেছেন। আটঘর, শতদশকাঠি, কাফুরকাঠি, ভীমরুলি, জিন্দাকাঠি, ডুমরিয়া, খাজুরিয়া, বাউকাঠি, বেতরা, হিমানন্দকাঠি, পোষন্ডা, রমজানকাঠি, সাওরাকাঠি ও কাঁচাবালিয়া গ্রামে প্রতিবছরই ২০-২৫ হাজার টন পেয়ারা উৎপাদিত হচ্ছে।
তবে ভাদ্র মাস বিদায়ের সাথে ঝালকাঠি-পিরোজপুরের ব্রান্ডিং পণ্য পেয়ারার মৌশুম শেষ হয়ে গেছে। ভিমরুলীর ভাসমান বাজারেই বরিশালে বিখ্যাত আমড়া ও লেবুও বিক্রি করছেন বাগান মালিকরা। পেয়ারার সাথি ফসল হিসেবে আমড়া আর লেবুর চাষও সম্প্রতি জনপ্রিয় হচ্ছে এ অঞ্চলে।
তবে দক্ষিণাঞ্চলের ইলিশ, পেয়ারা ও আমড়া সহ আরো কয়েকটি কৃষিপণ্য প্রক্রীয়াজাত করে বিদেশে রপ্তানীর যথেষ্ঠ সম্ভবনাকে কাজে লাগাবার লক্ষে এ অঞ্চলে একটি রপ্তানী প্রক্রিয়াকরন অঞ্চল গড়ে তোলার বিবেচনার দাবী এ অঞ্চলের আমজনতার। এক সময়ে ইপিজেড-এর চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন এলাকাটি ঘুরে ইতিবাচক মাতামত দিলেও পরবর্তিতে আর কিছু হয়নি। এমনকি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত উইলিয়াম বি মাইলাম এবং ভারতের সদ্য বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ’ও গতবছর ভিমরুলী’র ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখে উচ্ছাস ধরে রাখতে পারেন নি।
তবে এবার বাজার মূল্য মন্দার মধ্যেও আগামী মৌশুমের জন্য আবার আশার বুক বাঁধছেন আটঘর-কুড়িয়ানার পেয়ারার উৎপাদকরা।
g›`v w`‡qB †kl nj SvjKvVxÑwc‡ivRcyi mxgv‡šÍi wfgiæjxi fvmgvb nv‡Ui †cqviv wecbb
`i cZ‡b ÿwZMÖ¯’ Drcv`K I evMvb ‡µZviv
ewikvj ey¨‡iv/ K‡ivbv msK‡U e¨vcK ‡jvKkv‡bi gv‡SB wc‡ivRcyi-SvjKvVxi AvUNi-KzwoAvbv I wfgiæwji †cqvivi †gŠïg n‡q hv”Q| ÔcÖv‡P¨i †fwbmÕ L¨vZ wfgiæjxi †cqvivi fvmgvb nv‡U Gevi †µZvi Afve Drcv`K‡`i Pig wecv‡K ‡d‡j| K‡ibv msK‡U †µZv‡`i Afv‡e `icZ‡b ÿwZMÖ¯’ Drcv`K mn evMvb †Kbv cvBKviivI| GgbwK Gevi wfgiæjxÕ†Z ch©UK‡`i Avbv‡MvbvI ‡Zgb wQjbv| weMZ cÖvq GK `kK a‡iB mviv †`k †_‡K wecyj msL¨K ch©UK Qz‡U AvmwQ‡jb SvjKvVxi wfgiæjxi fvmgvb †cqvivi nvU mn AvUNi-KzwoAvbvi †cqviv evMvb †`L‡Z|
weMZ cÖvq `yB kZvãx a‡i SvjKvVx I wc‡ivRcy‡ii mxgvšÍeZx© AvUNi-KzwoAvbvi K‡qK nvRvi †n±i Rwg‡Z ÔmvR©b c×wZÕ‡Z wekvj evMvb †_‡K wfgiæjxi fvmgvb nv‡U †cqvivÕi wecbb n‡q Avm‡Q| Hme evMvb †_‡K †µZviv †QvU I gvSvix †bŠKvq G fvmgvb nv‡U †cqviv wb‡q G‡m ‡bŠKv‡ZB Zv weµx K‡i AvmwQ‡jb| Avi †`‡ki wewfbœ GjvKv †_‡K Avmv cvBKviiv wfgiæjxi fvmgvb nvU †_‡K ‡cqviv wK‡b moK I †bŠc‡_ ‡`‡ki wewfbœ †gvKv‡g weµx KiwQj|
wKš‘ K‡ivbv msK‡U †`‡ki A_©bxwZ‡Z †h ¯’weiZv m„wó n‡qwQj, Zvi weiƒc cÖfve SvjKvVxÑwc‡ivRcy‡ii †cqvivi evRv‡iI c‡o‡Q Gevi| Drcv`Kiv evMv‡b GK ‡KwR †cqviv 10 UvKvI weµx Ki‡Z cv‡ib wb| Avi cvBKviivI wfgiæjxi fvmgvb nv‡U 12Ñ15 UvKv †KwR `‡i †cqviv weµx Ki‡Z eva¨ n‡q‡Qb| d‡j GKw`‡K ‡hgwb Drcv`K‡`i h‡aô †jvKkvb ¸b‡Z n‡q‡Q, †Zgwb evMvb †µZv‡`iI cywR wd‡i cvIqv wb‡q AwbðZvi g‡a¨B †gŠïg †kl n‡q‡Q|
mviv †`‡kB AvUNi-KzwoAvbvi ÔgyKz›`cyix, jZv I cyb©gÐjÕ Rv‡Zi wgwó I AZ¨šÍ cywó¸Y m¤úbœ †cqvivi myL¨vwZ i‡q‡Q| Gi ¯^v` I M‡Üi wKQzUv wfbœZv i‡q‡Q| fvi‡Zi †KvjKvZv mn cwðme‡½i mxgvšÍewZ© wewfbœ evRvi I wÎcyivi AvMiZjv‡ZI Ôewikv‡ji †cqvivÕ L¨vZ G mywgó d‡ji myL¨vZx i‡q‡Q| wKš‘ G eQi K‡ivbv msµg‡Y `yi `yiv‡šÍi cvBKviiv SuywK wb‡q evMvb ‡Kbv †_‡K ïiæ K‡i wfgiæjxi nvU †_‡K †cqviv wKb‡Z Lye AvMÖnx wQ‡jb bv| d‡j †µZvÑwe‡µZvi g‡a¨ GK ai‡bi AwbðqZvq ÿwZMÖ¯’ n‡q‡Qb AvUNi-Kzwoqvbvi †cqviv Pvwliv|
Z‡e GiciI †cqviv ‡Kbv-‡ePvq fxgiæjxi fvmgvb evRvi QvovI AvUNiÑKywoqvbvi †cqviv evMv‡b cvBKvi‡`i AwZ wmwgZ wKQy c`Pvibv wQj| XvKv, bvivqbMÄ, PÆMÖvg, Lzjbv, †bvqvLvjx I dwi`cyi †_‡K Avmv AwZ wmwgZ wKQz †ecvix †bŠKv †_‡KB †cqviv wK‡b Uªjvi A_ev Uªv‡K K‡i Zv‡`i MšÍ‡e¨ wb‡q †M‡Qb| AvUNi, kZ`kKvwV, KvdziKvwV, fxgiæwj, wR›`vKvwV, Wzgwiqv, LvRywiqv, evDKvwV, ‡eZiv, wngvb›`KvwV, ‡cvlÛv, igRvbKvwV, mvIivKvwV I KuvPvevwjqv MÖv‡g cÖwZeQiB 20-25 nvRvi Ub †cqviv Drcvw`Z n‡”Q|
Z‡e fv`ª gvm we`v‡qi mv‡_ SvjKvwV-wc‡ivRcy‡ii eÖvwÛs cY¨ †cqvivi †gŠïg †kl n‡q ‡M‡Q| wfgiæjxi fvmgvb evRv‡iB ewikv‡j weL¨vZ Avgov I †jeyI wewµ Ki‡Qb evMvb gvwjKiv| ‡cqvivi mvw_ dmj wn‡m‡e Avgov Avi †jeyi PvlI m¤úªwZ RbwcÖq n‡”Q G A‡j|
Z‡e `wÿYv‡ji Bwjk, ‡cqviv I Avgov mn Av‡iv K‡qKwU K…wlcY¨ cÖµxqvRvZ K‡i we‡`‡k ißvbxi h‡_ô m¤¢ebv‡K Kv‡R jvMvevi j‡ÿ G A‡j GKwU ißvbx cÖwµqvKib AÂj M‡o ‡Zvjvi we‡ePbvi `vex G A‡ji AvgRbZvi| GK mg‡q Bwc‡RW-Gi †Pqvig¨vb mn D”P ch©v‡qi Kg©KZ©vMb GjvKvwU Ny‡i BwZevPK gvZvgZ w`‡jI ciewZ©‡Z Avi wKQz nqwb| GgbwK XvKvq wbhy³ gvwK©b ivóª`yZ DBwjqvg we gvBjvg Ges fvi‡Zi m`¨ we`vqx nvB Kwgkbvi wifv Mv½yjx `vkÕI MZeQi wfgiæjxÕi fvmgvb ‡cqvivi nvU Ny‡i †`‡L D”Qvm a‡i ivL‡Z cv‡ib wb|
Z‡e Gevi evRvi g~j¨ g›`vi g‡a¨I AvMvgx †gŠï‡gi Rb¨ Avevi Avkvi eyK euva‡Qb AvUNi-Kzwoqvbvi †cqvivi Drcv`Kiv|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।