Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ কেউ আত্মহত্যার কথা ভাবে না: কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৯:২৭ পিএম

আজ শনিবার ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস) - এর ফরেন্সিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানিয়েছেন, বলিউড অভিনেতা সুশান্ত সিং খুন নয়, আত্মহত্যা করেছেন।

এদিন সুশান্তের চূড়ান্ত ভিসেরা প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুভি মাফিয়াদের আবারও একহাত দেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডের এ ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ সেই সঙ্গে সুশান্তকে ‘রেপিস্ট’ অ্যাখ্যা দেয়া মিডিয়ার তীব্র সমালোচনা করেন।

আজ বিকালে টুইটারে হ্যাশট্যাগ এমস দিয়ে এ নায়িকা লিখেন, হঠাৎ করেই একদিন সকালে ঘুম থেকে উঠে তারুণ্যে ভরা আর অসামান্য একজন মানুষ নিজেকে শেষ করতে পারে না। নিগ্রহের শিকার হয়েছিলেন বলে জানিয়েছিলেন সুশান্ত। তাকে একঘরে করা হয়েছিল। মৃত্যুর ভয় পেয়েছিল সে। জানিয়েছিল মুভি মাফিয়া আর নিষিদ্ধ ঘোষণা করার কথা। ভুয়া ধর্ষণের অভিযোগের কারণে মানসিক অবসাদেও ভুগছিলেন সুশান্ত।

এছাড়াও কঙ্গনা টুইটারে কিছু প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো হল- ক). সুশান্ত বরাবর বড় প্রযোজনা সংস্থার দ্বারা হেনস্তা শিকারের কথা বলতেন। তার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল? খ). মিডিয়া কি কারণে ভুয়া খবরে তাকে ‘ধর্ষক’ অ্যাখ্যা দিয়েছিল এবং গ). মহেশ ভাট কেন সুশান্তের সাইকো-অ্যানালাইসিস করছিলেন?

গত ২৯ সেপ্টেম্বর সিবিআই’র তদন্তকারী দলের হাতে চূড়ান্ত ভিসেরা প্রতিবেদন তুলে দেয় এমস টিম। আর সেই প্রতিবেদনের ভিত্তিতেই সুশান্তের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে ব্যাখ্যা করেন ডা. সুধীর গুপ্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ