Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন অতিথির উচ্ছ্বাসে রঙিন কারিনার আকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৮:৫৫ পিএম

মহামারি করোনা ভাইরাসের মধ্যেও বেবোর আকাশ এখন বেশ রঙিন। কেবলই রঙিন সেই আকাশ, তাতে নেই কোনো কালো মেঘ। নতুন করে মা ডাক শোনার উচ্ছ্বাস সাইফ-কারিনা দম্পতির।

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউডের এই নায়িকা। কয়েক মাস পরই নতুন অতিথি আসবে ঘরে। আর এর মধ্যেও থেমে নেই বেবো, কাজ করে যাচ্ছেন। ‘লাল সিং চড্ডা’র শুটিংয়ের জন্য স্বামী সাইফ এবং পুত্র তৈমুরকে সাথে করে পাড়ি জমিয়েছেন দিল্লিতে।

দিল্লি থেকেই কাজের ফাঁকে টুইটারে ভক্ত-অনুরাগীদের জন্য একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে চারদিকে তাকে ঘিরে রয়েছে সবুজ এবং তার চোখে-মুখে আসন্ন মাতৃত্বের আভা। চেহারায় নেই কোনো মেকাপ। মাথার চুলগুলো টেনে পেছনে বাধা। আর তার চোখ দু’টো বরাবরই কথা বলছে। পরনে রয়েছে পছন্দের সাদা-কালো চেকের ‘কাফতান’।

ছবির ক্যাপশন দেখে আঁচ করা যাচ্ছে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং এখনো সুস্থ রয়েছেন তিনি। গায়ে রয়েছে সাদা কালো চেকের কাফতান সিরিজ কন্টিনিউজ। তবে এর আগে একবার গোলাপী কাফতানে ছবি শেয়ার করে নেটিজেনদের বেশ নজর কেড়েছিলেন বলিউডের বেবো।

বেবো তার চলমান ছবির কাজ শেষ করেই শুরু করবেন করণ জোহরের ‘তখত’ ছবি। এতে কারিনাকে ছাড়াও আরও দেখা যাবে রণবীর সিংহ, ভিকি কৌশল, আলিয়া ভাট, অনিল কাপূরের মতো তারকাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ