বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ঢাকার এক পর্যটক নিখোঁজ হয়েছে। তার নাম কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)।
শনিবার সকালে জেলার থানছি উপজেলার দুর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গেলে প্রবল স্রোতে এ পর্যটক পানিতে ভেসে যায়। উদ্ধারে ওই এলাকায় বিজিবি ও স্থিনিয় লোকজনদের অভিযান চলছে।
নিখোঁজ জাকারুল ঢাকার উত্তরার ক্যান্টনমেন্ট এলাকার কাজী জহিরুল ইসলামের ছেলে। ১৩ জনের একটি গ্রুপের বন্ধুদের সাথে এই পর্যটক বান্দরবানের থানছি উপজেলার নাফাখুম ঝর্নায় বেড়াতে গিয়েছিল।
গত ২ অক্টোবর ঢাকা থেকে পর্যটকদের এই দলটি বান্দরবানে বেড়াতে আসে। এখনো পর্যন্ত ঐ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত দুদিন থেকে সাঙ্গু নদীর অববাহিকায় প্রবল বৃষ্টির কারণে নাফাখুম সহ বান্দরবানের পাহাড়ি ঝর্ণা গুলো উত্তাল রয়েছে।
থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন আনোয়ার জানান, নাফাখুম ঝর্ণায় ঢাকার পর্যটক নিখোঁজ হওয়ার পর সেখানে উদ্ধার অভিযান চলছে।
প্রসঙ্গত, এর আগেও প্রবল স্রোতে নাফাখুম ঝর্ণায় পর্যটক মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।