Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরের প্রধান সড়কের কাজ শুরু হচ্ছে এ মাসেই

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৬:৫৪ পিএম

পর্যটন শহর কক্সবাজারের প্রধান সড়কের নির্মাণ কাজ চলতি মাসে শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। শহরের হলিডে’র মোড় থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত প্রথম পর্যায়ের নির্মাণ কাজ প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ।

কক্সবাজার শহরের প্রধান সড়কটি সবচেয়ে পুরাতন ও ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে কক্সবাজারবাসী ও দেশের নানাপ্রান্ত থেকে আসা পর্যটকরা চলাচল করে। এই জন্য সড়কটি নির্মাণ করতে গিয়ে যদি দীর্ঘ সময়ক্ষেপণ করা হলে তাহলে মানুষ কষ্ট পাবে। এই সড়কটি নির্মাণ সময় হচ্ছে ৩ বছর। কিন্তু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চাচ্ছে; দেড় বছরের মধ্যে টেকসই একটি সড়ক মানুষকে উপহার দিতে।


লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ বলেন, একটি সুখবর হল শহরের হলিডে’র মোড় থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত প্রধান সড়কের প্রথম পর্যায়ের কাজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন হয়েছে।

বাকিটা হাশেমিয়া মাদ্রাসা থেকে বাস টার্মিনাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজে কিছু প্রশ্ন রয়েছে। এগুলোর উত্তর দেয়ার পর ওই দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু হবে অতি শিগগিরই। এখন যে প্রথম পর্যায়ের কাজ অনুমোদন হয়েছে সেটির কার্যাদেশ দেয়া হবে। কার্যাদেশ দেয়ার পরপরই শহরের প্রধান সড়কের নির্মাণ কাজ শুরু করা হবে।

তিনি বলেন, “আগামী ১০-১৫ দিন মধ্যে প্রধান সড়কের কাজ শুরু করব ইনশাল্লাহ। এখন অনুমোদন হয়েছে; কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রণালয়ে যাবে; এরপর মন্ত্রণালয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে জানাবে।

তারপর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যারা ট্রেন্ডার দিয়েছেন তাদেরকে কার্যাদেশ দেয়া হবে। তারপর তারা রাস্তার নির্মাণ কাজে নেমে যাবে। আশা করি; কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আর সময় নষ্ট করবে না। অতিদ্রুত এই মাসের মধ্যে শহরের প্রধান সড়কের নির্মাণ কাজ শুরু করা যাবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ বলেন, কক্সবাজার শহরের প্রধান সড়কের নির্মাণ কাজের জন্য দুটি কোম্পানীকে ভাগ করে দেয়া হয়েছে। যাতে দ্রুত কাজ শেষ করা যায়। একটা হল এটার কোয়ালিটি আরেকটা হল সময়। এই দুইটা জিনিসকে মাথায় রেখে এই সড়কের নির্মাণ কাজ শুরু হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, এই সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের জন্য তিন বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রকল্প জমা দেওয়া হয়। কিন্তু প্রকল্পটির ব্যয় বেশি হওয়ার কারণে এতদিন এর অনুমোদন হয়নি।

পরে ২০১৯ সালের ১৬ জুলাই একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শহরের ৫ দশমিক ২ কিলোমিটার অংশে হবে এই সংস্কার ও প্রশস্তকরণের কাজ। হলিডে মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রশস্ত করা হবে এই সড়কটি। সড়কের প্রশস্তকরণের পাশাপাশি দুইপাশে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত, ফুটওভার ব্রিজ, ড্রেন, ব্রিজ-কালভার্ট, সাইকেলওয়ে নির্মাণ করা হবে। এছাড়া সড়কের মাঝখানে সবুজায়ন, দুইপাশে সড়ক বাতি ও সিসি ক্যামেরা এবং ওয়াইফাই সংযোগ স্থাপন করা হবে।
উল্লেখ্য, কক্সবাজার শহরের প্রধান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের হলেও এই সড়কটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রাণালয়। জানা গেছে ২৯৮ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে এই প্রকল্পটি।



 

Show all comments
  • টিপু মল্লিক ৭ অক্টোবর, ২০২০, ১১:১৬ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী সহ কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব ফোরকান আহম্মদ স্যারকে সালাম জানাচ্ছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
    Total Reply(0) Reply
  • টিপু মল্লিক ৭ অক্টোবর, ২০২০, ১১:১৬ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী সহ কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব ফোরকান আহম্মদ স্যারকে সালাম জানাচ্ছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ