বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাতিন ইতমাম মাহমুদ (২৫)। সে ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৮ম সেমিস্টারে অধ্যয়নরত ছিল।
শুক্রবার (৩ অক্টোবর) সুগন্ধা পয়েন্টে দুপুর দেড় টার দিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফাতিন রাজধানী মিরপুর-১ এর বাসিন্দা মাহমুদুর রহমানের পুত্র বলে জানা গেছে ।
জানা যায়, ফাতিন, কবির, রায়হান, শিবলী ও শরীফুল হাসানসহ ৫ বন্ধু শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। কলাতলীর হোটেল টাইড ওয়ার্টারে তারা উঠেন। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে যায় ৫ বন্ধু।
গোসলের এক ফাঁকে চোরাবালিতে আটকে যায় ফাতিন। তাকে ডুবতে দেখে আরেক বন্ধু রায়হান বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু রায়হানের হাত ফসকে সাগরে তলিয়ে যায় ফাতিন। মিনিটে দশক পর ফাতিনের নিথর দেহ পানিতে ভেসে উঠে।
পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন তার বন্ধুরা।
এ ব্যাপারে সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।