Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর খুব অল্প সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেনÑ ঠিক তখনই স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।
আজ তারই কন্যা প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন। তিনি যখন বাংলাদেশকে বিশ্বের একটি উন্নয়নের রোল মডেল হিসেবে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই স্বাধীনতাবিরোধী কুচক্রীরা নানা ষড়যন্ত্রে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি মহানগর আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাদল এতে সভাপতিত্ব করেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আইএস খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও এই নামে কোনো সংগঠন পাইনি। যারা আগুন সন্ত্রাস করেছিল, তারাই  পেছনে একটি কালো পর্দা লাগিয়ে আইএস লিখে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে।
তিনি বলেন, গুলশান হামলার পর যখন আমরা এর উৎস খুঁজে বের করার চেষ্টা করলাম তখন দেখলাম এরা একই। সেই একই জায়াগা থেকে নিয়ন্ত্রিত, একই স্থান থেকে এদেরকে টাকা জোগান দেয়া হয়। এরাই আগুনসন্ত্রাসী, এরাই জেএমবি, হুজি, হিজবুত তাহরীর। এরাই জামায়াত-শিবির।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান-শোলাকিয়ার প্রধান পৃষ্ঠপোষক জিয়া-তামিম ছাড়া আরো অনেকে আছেন, শিগগিরই তা জানতে পারবেন। এদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন তুরস্কের সেনা অভ্যুত্থানে  প্রেসিডেন্ট এরদোগানের বর্ণনা দিয়ে বলেন, তার একটি মেসেজে সেদিন সেনাবাহিনীর ট্যাংকের সামনে হাজার হাজার নেতাকর্মী শুয়ে পড়েছিল। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার সময় আমরা তা পারিনি। এটা আমাদের জন্য ইতিহাসের সবচেয়ে লজ্জাস্কর একটি অধ্যায়।    
আরেক বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক মো: শাহে আলম মুরাদ বলেন, বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ১৯৭৫ আর ২০১৬ এক নয়। আমরা জানি বিএনপি-জামায়াত ঢাকা শহরের কে কোথায় থাকে। আমরা ইতোমধ্যে প্রত্যেকের প্রতি নজরদারি রেখেছি। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পাওয়ামাত্রই আমরা ঢাকা থেকে এই সন্ত্রাসী-জঙ্গিবাদী বিএনপি-জামায়াতকে প্রতিহত করব। প্রাণের বিনিময় হলেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায়ে কাজ করে যাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ