Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্তীর মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৬:১১ পিএম

ফ্রিজের নীচে মাটি পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশেদা আক্তার কুলসুম (৪৫) নামের এক গৃহকর্তীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে।
মৃতের পরিবারের লোকজন জানায়, তেলিপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী কুলসুম শুক্রবার সকালে নিজ বসত ঘরের ফ্রীজের নীচে মাটি উঠতে দেখে ফ্রিজের লাইন বন্ধ না করেই তা পরিস্কার করতে শুরু করে। এক পর্যায়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে। পরে কুলসুমকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ