Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ২:৪২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘জাতীয় উৎপাদনশীলতা’ দিবস পালিত হয়েছে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। ‘‘ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা জাতীয়পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সমকাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শিল্প কারখানার মালিক , শ্রমিক ও কর্মকর্তারা । এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গন্যমাধ্যম কর্মী ও সুশীল সমাজের লোকজন।



 

Show all comments
  • Anwar Hossain ২ অক্টোবর, ২০২০, ৫:৫৭ পিএম says : 0
    যেহেতু এখানে উৎপাদনশীলতা দিবসের আলোচনা হচ্ছে তাই এখানে আামার মনে হয় মূল আলোচক হবেন শিল্প কারখানা, খামার, কৃষি খামার বা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্টানের মালিক এবং বিনিয়োগকারীগন ও উদ্যোগক্তাগণ। প্রেস রিলিজে তাদের কয়েক জনের নাম থাকাটা খুবই জুরুরী ছিল। এখানে পেসের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক দলের নেতার নাম জুরুরী নয়।
    Total Reply(0) Reply
  • Anwar Hossain ২ অক্টোবর, ২০২০, ৫:৫৭ পিএম says : 0
    যেহেতু এখানে উৎপাদনশীলতা দিবসের আলোচনা হচ্ছে তাই এখানে আামার মনে হয় মূল আলোচক হবেন শিল্প কারখানা, খামার, কৃষি খামার বা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্টানের লিক এবং বিনিয়োগকারীগন ও উদ্যোগক্তাগণ। প্রেস রিলিজে তাদের কয়েক জনের নাম থাকাটা খুবই জুরুরী ছিল। এখানে পেসের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক দলের নেতার নাম জুরুরী নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ